Public Interest News

সরকারি জমি জবরদখল রুখতে উদ্যোগী কলকাতা পুরসভা

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সরকারি জমি যাতে জবরদখল না হয়,তার জন্য ইতিমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই উদ্যোগের সাথে সাযুজ্য বজায় রেখে একই ধরণের উদ্যোগ গ্রহণ করেছে কলকাতা পুরসভা। সম্প্রতি কলকাতা পুরসভার অন্তর্গত মাদুরদহতে সরকারি জমি দখলমুক্ত করার প্রয়াস নেওয়া হয়েছিল।নির্বিঘ্নে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কলকাতা পুরসভার বিভিন্ন এলাকায় জমি জরিপ করে দেখা হচ্ছে কোনটা সরকারি জমি, কোনটা সরকারি জমি নয়। একথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, জমিগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে প্রশাসনের তরফ থেকে। সরকারি জমিতে কোনওরকম অনুমোদন ছাড়া বেসরকারি রিসর্ট চলতে পারে না।সরকার লিজের ভিত্তিতে কাউকে জমি দিলে তখন তারা সেখানে ব্যবসা করতে পারবে।তিনি আরও বলেন, কলকাতা পুরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডে যত্রতত্র বেআইনি কারখানা গজিয়ে উঠেছে। সেই কারখানাগুলো বন্ধ করার জন্য নোটিশ পাঠানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি মালিকের পক্ষ থেকে। এবার এই বেআইনি কারখানাগুলি যাতে বন্ধ হয়, তার জন্য পুলিশকে চিঠি দেব।পুলিশ আইন অনুযায়ী সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *