Health NewsNews

সন্দীপ ঘোষদের জামিন, পথে ক্ষুব্ধ ডাক্তাররা

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:গতকাল শিয়ালদহ আদালতে CBI আইনজীবী সওয়ালে জানান, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তাঁদের নতুন করে কোনও আবেদন করার নেই। আরজি কর (RG Kar) হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে এই দু’জনের নাম জড়ালেও ৯০ দিনেও এদের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারেনি CBI। সময়ের মধ্যে চার্জশিট দিতে না পারায় শুক্রবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন শিয়ালদহ অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। “আমরা খুবই আশাহত! সিবিআই ৯০ দিনেও চার্জশিট দিতে পারল না!” প্রতিক্রিয়া আরজি করের নির্যাতিতার মায়ের।
অন্যদিকে, স্কুলের নিয়োগ দুর্নীতির তদন্তে ই ডি-র মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায় । তবে সেই জামিন মিলবে আগামী ১ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এই সময়ের মধ্যে কলকাতায় বিচার ভবনের বিশেষ আদালতকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করে ফেলতে হবে। যাঁরা পার্থর থেকে বিপদের আশঙ্কা করছেন তাঁদের স্বাক্ষ্যগ্রহণেরকাজটাও শেষ করে ফেলতে হবে এই সময়ের মধ্যেই। বিশেষ আদালতকে এবার শীতের ছুটির আগে কিংবা ৩১ ডিসেম্বরের মধ্যে চার্জ গঠন করে ফেলতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই-এর দায়ের করা মামলা কিন্তু চলছে।
এদিক, এক সপ্তাহের ব্যবধানে ফের ফাঁসির সাজা রাজ্যে। সপ্তাহখানেক আগে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় দোষীকে ফাঁসির সাজা দিয়েছিল বারুইপুর আদালত। এবার মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনার ৬১ দিনের মাথায় দোষী দীনবন্ধু হালদারের ফাঁসি এবং তার সঙ্গে থাকা আর এক দোষী শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জঙ্গিপুরের আদালত। এক সপ্তাহের ব্যবধানে দুই নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় দু’মাসের মাথায় দোষী সাব্যস্ত করে সাজা শোনালো দুই আদালত।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *