Feature NewsNews

রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

জিৎ দত্ত,মানুষের মতামত:জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে আজ সোমবার বিধানসভায় গিয়ে রাজ্যসভার ভোটের জন্য মনোনয়ন পেশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস নির্মল ঘোষদের উপস্থিতিতে বিধানসভার সচিবের ঘরে গিয়ে এদিন এই তৃণমূল কংগ্রেস নেতা তার মনোনয়ন জমা করেন। এ দিন সকাল থেকেই মুখ্যমন্ত্রী বিধানসভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন জমা দেওয়ার আগে তারও আশীর্বাদ নিয়ে যান ঋতব্রত। প্রসঙ্গত গত শনিবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টুইট করে ঋতব্রতর রাজ্যসভায় মনোনয়নের বিষয়টি জানানো হয়েছিল। এমন কি দলের তরফ থেকে ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, যোগ্য নির্বাচন হয়েছে। ঋতব্রতর অক্লান্ত পরিশ্রম দলের সংগঠনকে অনেক বেশি মজবুত করেছে। কঠোর পরিশ্রম, কাজের প্রতি আনুগত্য অবশেষে ফল দেয়।
প্রসঙ্গত,অতীতে সিপিএমের তরফ থেকে তাকে সংসদে পাঠানো হয়েছিল। ফলে সংসদে কাজ কর্মের অভিজ্ঞতা তার রয়েছে। যেহেতু এই আসনে অন্য কোন রাজনৈতিক দল মনোনয়ন দেয় নি তাই তার জয় এক প্রকার নিশ্চিত। কাজেই এবার তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি রাজ্যসভায় যাচ্ছেন।
প্রসঙ্গত অতীতে ২০১৪ সালে সিপিএম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠিয়েছিল। সে সময় তিনি ছিলেন ছাত্র নেতা। কিন্তু পরবর্তীতে কয়েকটি বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িয়ে যাওয়ার জন্য ২০১৭ সালে সিপিএম তাঁকে বহিষ্কার করে। এরপর বেশ কিছুদিন প্রচারের আলোর বাইরে থাকার পর তৃণমূলে যোগ দেন তিনি। ২০২১ সালের মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি দায়িত্ব দেন। সেই সময় থেকে সেই দায়িত্ব যথেষ্ট গুরুত্ব সহকারে পালন করছেন তিনি। এবার তাকেই রাজ্যসভায় পাঠানো হচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *