হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব মুসলিম ধর্মগুরুরা
প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:প্রতিবেশী বাংলাদেশে চরমপন্থী মৌলবাদীদের নারকীয় হিন্দু নির্যাতনের বিরুদ্ধে দেশের মুসলিম ধর্মগুরুরা যে ভাবে ইউনুস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন তা নতুন নজির তৈরি করেছে। জামা মসজিদের শাহি ইমাম বুমারি, কলকাতার নাখোদা মসজিদের প্রধান ইমাম ফন্ডলের রহামাম সহ দেশের একাধিক মুসলিম ধর্মগুরু যে ভাবে প্রতিবাদে সরব হয়েছেন তাতে উজ্জীবিত বাঙ্গালী হিন্দুয়া।
শাহি-ইমামদের প্রতিবাদে আরো বেকায়দায় বাংলাদেশের তদারকি সরকার ও তাদের মদতদাতা পাকিস্থানপন্থী উগ্র ভারত বিরোধী জামাতে ইসলামের নেতারা। ভারতের মুসলিম ধর্মগুরুরা যেভাবে প্রতিবাদে সরব হয়েছেন তাতে বেকায়দায় পড়েছে জামাতে ইসলামির ধর্মান্ধতা ও সাম্প্রদায়িক হিংসার রাজনীতি। মুসলিম ধর্মগুরুদের বিবৃতি ও চিঠি প্রকাশ্যে আসতেই দেশের রাজনৈতিক মহলেও প্রবল স্বস্তি দেখা দিয়েছে।