News

অভিষেকপন্থীদের ডানা ছাঁটায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে যেভাবে অভিষেকপন্থীদের ডানা ছাঁটাই করা হয়েছে তাতে চাপা ক্ষোভ বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকের পর প্রকাশ্যে বিতর্কিত বিবৃতি দেওয়ায় দায়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শো কজ করা হয়েছে তাতে হতচকিত রাজনৈতিক মহল।
হুমায়ুন কবিরের ডানা ছাঁটতে শুধু রাজ্য স্তরের প্রবীন নেতারাই নন, মুর্শিদাবাদের জেলা তৃণমূল নেতৃত্ব বেজায় খুশী। শো কজ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের কারণে ইতিমধ্যে হুমায়ুন দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছেন। অন্যদিকে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের জেল যাত্রার পর অভিষেকপন্থী কাজল শেখ দ্বিতীয় অনুব্রত হয়ে ওঠার জন্য সক্রিয় হন। অনুব্রতের জেল মুক্তির পর অনুব্রত মণ্ডলই যে বীরভূম জেলা তৃণমূলের শেষ কথা তা বুঝিয়ে দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কাজল শেখ অনেকটাই মনমরা।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় ক্যানিং প্রভৃতি এলাকায় এখন ক্যানিং পূর্বের দাপুটে বিধায়ক শওকত মোল্লার শেষ কথা হয়ে উঠেছেন। অভিষেকপন্থী শওকত মোল্লার দাপটে দলের অন্দরেই ক্ষোভ বাড়ছে। পূর্ব ও পশ্চিম ক্যানিং এলাকায় তাঁর দাপটে আরাবুল ইসলাম সহ অনেক তৃণমূল নেতাই আজ কোণঠাসা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সভাপতি সুব্রত বক্সী জেলা সভাপতি অরূপ চক্রবর্তী কে সিপিএম থেকে আসা শওকত মোল্লার ডানা ছাঁটার নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি কলকাতায় তৃণমূলের জাতীয় কর্ম সমিতি বৈঠকের পর অভিষেকপন্থীদের ডানা ছাঁটাই করা হয়েছে তাতে চাপা ক্ষোভ বাড়ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। দলের মুখপাত্রদের মধ্যে অরূপ চক্রবর্তী, ঋজু দত্ত, সুদীপ রাহা, কোহিমূর মজুমদার দের দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দেন মমতা স্বয়ং। তাঁদের মত দেবাংশু ভট্টাচার্য কে কোণঠাসা করা হয়েছে।। এদিকে জয়া দত্ত, সন্দীপন সাহা কে দলের নতুন মুখপাত্র করা হয়েছে। ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যান বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুব্রত বক্সির মত দলের প্রবীন নেতাদের ওপ্রেই আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে উপদলীয় রাজনীতিতে হাতকড়া পরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মত রাজনৈতিক মহলের।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *