বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি- তকমা সুইস সংস্থার
শ্রী কর্ণ,মানুষের মতামত:ভারতের রাজধানী দিল্লি দূষণ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন পরিবেশবিদরা। সত্য শেষ হওয়া দীপাবলির পর বাতাসের গুণবান নিয়ে যে শহরের তালিকা প্রকাশ হয়েছে তাতে বিশ্বের পয়লা নম্বরই রয়েছে দিল্লি। সে তুলনায় কলকাতার বাতাস অনেক বেশি স্বচ্ছ। সুইজারল্যান্ডের ‘আইকিউ এয়ার’ নামক সংস্থাটি দূষণ মাত্রায় দিল্লিকে একেবারে শীর্ষে রেখেছে। ডিগ্রী ও পার্শ্ববর্তী অঞ্চলে ক্রমবর্ধমান বায়ু দূষণ মানুষের শারীরিক পরিস্থিতিতেও প্রভাব ফেলছে। শুধুমাত্র ভারতীয় সংবাদপত্রে নয়, বিদেশের বহু সংবাদপত্রে দিল্লির দূষণের ছবি ফলাও করে ছাপা হচ্ছে। এমনিতেই সরকারি স্তর থেকে দীপাবলিতে বাজি ফাটানোর ওপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু তাতেও রক্ষা পায়নি দিল্লি। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই রয়েছে ৩৮৮। বিগত দিনের রেকর্ড যদি দেখা যায় তাহলে এটি সবচেয়ে খারাপ অবস্থা। বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই বায়ু দূষণকে কেন্দ্র করে তাদের রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে দিল্লির বেশিরভাগ অংশে দূষণের পরিমাণ ৩৫০ এর ওপর। বিশেষজ্ঞরা চিন্তিত, এমন দূষণে ক্রমাগত থাকলে মানুষের শরীর খারাপ হবে। তবে শুধু তাই নয়, সুইজারল্যান্ডের সংস্থার তালিকা অনুসারে বিশ্বের বায়ু দূষণের জর্জরিত শহর হিসাবে প্রথম দশে ভারতের আরও একটি শহর রয়েছে। সেটা হল মুম্বাই। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই যুক্তি দিয়েছেন, নাগরিকরা যথেষ্ট দায়িত্বশীল। দিল্লিতে দীর্ঘ সময় ধরে বাতাস খারাপ ক্যাটাগরিতে রয়েছে। তবুও আগের থেকে আরো বেশি খারাপ হয়নি। যদিও এই যুক্তি মানতে নারাজ পরিবেশবিদরা। ইতিমধ্যেই দিল্লিতে বিভিন্ন জায়গায় জল ছেটানোর কাজ চলছে। ২০২৩ সালের হিসাব যদি ধরা যায় তাহলে দিল্লির পরিবেশ অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছেছে। গত বছরে দিল্লির গড় একিউআই ছিল ২২১ এর মত। ২০২২ সালে অবশ্য দিল্লির বাতাস খুবই খারাপ ছিল। সে বছর গড় একিউআই ছিল ৩১০ এর মতো।কিন্তু এবার সমস্ত রেকর্ড ছাপিয়ে গড় একিউআই প্রায় ৩৩০ কাছাকাছি চলে গিয়েছে।
দূষণ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ৫ শহর
—————–
* দিল্লি, ভারত
* লাহোর, পাকিস্তান
* বেজিং, চিন
* ঢাকা, বাংলাদেশ
* উহান, চিন