News

প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরতদেব শর্মা, শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

 

জিৎ দত্ত,মানুষের মতামত:প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেব শর্মা। চোখের কারণে মৃত্যু বলছে চিকিৎসকেরা। নবান্নে বেরোনোর পথে তড়িঘড়ি খবর পেয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আজ সকাল আটটায় মৃত্যু হয়েছে ভরত বাবুর। এই মুহূর্তে তৃণমূলের প্রাক্তন সাংসদ মুনমুন সেন কলকাতায় নেই রয়েছেন দিল্লিতে। একইভাবে তার দুই মেয়ে রিয়া এবং রাইমার মধ্যে একজন মায়ের সঙ্গে দিল্লিতেই রয়েছেন। তবে এখানে ছিলেন রিয়া সেন। মুখ্যমন্ত্রী বলেন, মুনমুন সেনের পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ভরত দা আমাকে ভালোবাসতেন। খুব অমায়িক লোক ছিলেন তিনি। খুব বেশি বয়সও হয়নি তার। আমি ব্যক্তিগতভাবে আমার একজন শুভাকাঙ্ক্ষীকে হারালাম বলছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুনমুন সেন কলকাতায় ফিরলে তাকে গ্রীন করিডোর করে নিয়ে আসা হবে। এই অবস্থায় স্থানীয় কাউন্সিলর ও মেয়র পরিষদ বাবু বক্সী অর্থাৎ সন্দীপ বক্সীকে পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেবাশীষ কুমার এবং মালা রায়কেও দ্রুত আসার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুনমুন সেন কলকাতায় এলে তার সঙ্গে একবার কথা বলবেন তিনি। বাদবাকি সব ব্যবস্থা করা হয়েছে।
যতদূর জানা যাচ্ছে সুগার থাকলেও এমনি কোনো অসুস্থতা তার ছিল না। রাতের দিকে হয়তো শরীরটা একটু খারাপ করেছে তারপর এই ঘটনা ঘটে গেল বলছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী এদিন জানান সুচিত্রা সেন এবং তার পরিবারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। যখন এই মহানায়িকা নিজেকে লোক চক্ষুর আড়ালে রেখেছিলেন সে সময় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এমনকি মৃত্যুর পর শেষকৃত্যেও পরিবারের সঙ্গে ছিলেন তিনি। এদিন সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, সুচিত্রা সেন শেষ ২০-৩০ বছর কারো সঙ্গে দেখা করেনি একমাত্র আমার সঙ্গে যোগাযোগ ছিল। আমি বারবার বেলভিউতে ছুটে গিয়েছিলাম। শেষ সময়ও তিনি লাইভ সেভিংস নেননি। তাহলে হয়তো আরো কিছুদিন সুস্থ থাকতে পারতেন। উনার একটাই অনুরোধ ছিল মৃত্যুর পর তার মৃতদেহ যেন কেউ দেখতে না পায় আমরা সেই অনুরোধ রক্ষা করার যথাসাধ্য চেষ্টা করেছিলাম। মুখ্যমন্ত্রী বলেন এরপর থেকে এই পরিবারের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। পুজো কার্নিভালেও রিয়া এবং রাইমা সেন গিয়েছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনা মুখ্যমন্ত্রীর কথায় খুবই দুঃখের।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *