News

বাংলায় কোনভাবে চলবে না বুলডোজার, মন্দারমনিতে জেলা প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

জিৎ দত্ত,মানুষের মতামত:উত্তর প্রদেশের মত বুলডোজার চলবে না বাংলায়, মন্দারমনিতে জেলা প্রশাসনের নির্দেশে ক্ষুব্ধ তথা স্তম্ভিত মুখ্যমন্ত্রী। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী ২০ নভেম্বরের মধ্যে মন্দারমনির মোট ১৪৪টি নির্মাণ ভেঙে ফেলার নোটিস জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তাতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মন্দারমনি এবং সংলগ্ন এলাকার যে হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন, তা একরকম নবান্নকে অন্ধকারে রেখেই করা হয়েছে। আর এতেই স্তম্ভিত মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনওরকম বুলডোজার চলবে না বাংলায়। মুখ্যসচিবের সঙ্গে কোনও আলোচনা বা পরামর্শ ছাড়াই এই নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আর সেই কারণেই ক্ষুব্ধ তিনি।

প্রসঙ্গত উত্তরপ্রদেশে বিভিন্ন সময় দেখা গিয়েছে নিয়ম নির্মাণ ভাঙতে বুলডোজারের সাহায্য নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে বরাবরই এই বুলডোজার সংস্কৃতির বিরোধিতা করা হয়েছে। এদিন মন্দারমনির বিষয়টি প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী তাতে হস্তক্ষেপ করেন। এবং জেলা প্রশাসন যেভাবে নবান্নকে অন্ধকারে রেখে পদক্ষেপ নিয়েছেন প্রশাসনিকভাবে তার বিরোধিতাও করেন।

কোনভাবেই বুলডোজারের সংস্কৃতি বাংলায় লাঘু হতে দেবেন না তিনি। আর সেই জায়গা থেকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু গোটা বিষয়টি যেহেতু আদালতে নির্দেশে হচ্ছে সেখানে এর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এই কাজ করার আগে কেন নবান্নকে জানানো হল না।

Share with