ভাঙ্গড়ে ছিনতাইকারীর গুলিতে আহত সবজি ব্যবসায়ী
ইয়ামউদ্দিন সাহাজি,মানুষের মতামত:ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের উত্তর কাশিপুর থানার বেলেদানা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বামুনিয়া এলাকার এক সবজি ব্যবসায়ী রাত একটা নাগাদ বেলে দানা বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন।
সেই সময় বাজারের কিছুটা দূর আগে একটি স্কুটি বাইক করে কয়েকজন দুষ্কৃত তাকে আটকায় এরপর তার কাছ থেকে ১৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় এবং ওই সবজি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করে ঘটনায় গুরুতর আহত হয়েছে সবজি ব্যবসায়ী।
বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ।