কেন্দ্রকে তুলোধনা অভিষেকের
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সদ্য প্রকাশিত কেন্দ্রীয় বাজেট নিয়ে মোদী সরকারকে তুলোধোনা করলেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সুপরিকল্পিতভাবে বাংলার উন্নয়ন রুখে দেওয়ার চেষ্টা। বাংলার জন্য উল্লেখযোগ্য একটিও আর্থিক প্যাকেজ বা বড় প্রকল্প ঘোষণা করা হয়নি। বিভিন্ন প্রকল্পে বাংলার কেন্দ্রের কাছে ১.৭ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। সেই বকেয়া টাকাও মেটানো হচ্ছে না। দিন কয়েক আগে প্রকাশিত কেন্দ্রীয় বাজেট নিয়ে এভাবেই ভরা সংসদে মোদী সরকারকে ঝাঁঝালো আক্রমণ শানালেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।