ইলেকট্রিক শকে হাতি মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার এক
সানি রায়,মানুষের মতামত:মাঝেমধ্যেই বৈকণ্ঠপুর ফরেস্ট লাগোয়া এলাকাতে ইলেকট্রিফিকেশন এর শক লেগে হাতি মৃত্যুর খবর হয়েই থাকে। ২০২৩ এর অক্টোবর মাসের গাজলডোবা সংলগ্ন দুধিয়া তিস্তার চর এলাকায় ইলেক্ট্রিফিকেশনের শখ লেগে হাতের মৃত্যু হয়েছিল। সেই খবর সম্প্রচার করেছিলাম আমরাই। এরপর বনদপ্তরের পক্ষ থেকে লাগাতার তল্লাশি চালানো হয়েছিল সেই এলাকায়। অভিযান চালানোতে এলাকার দুই ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যায়। অবশেষে বনদপ্তরের হাতে ধরা পরল এক ব্যক্তি। যদিও ওই ব্যক্তি নিজে দোষ স্বীকার করে নিয়েছেন বলে, বনদপ্তর সূত্র খবর। বৈকন্ঠপুর ফরেস্টের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার চিরঞ্জিত পাল জানান দুজন অভিযুক্তকে আমরা সন্দেহ করেছিলাম । এরপর কোর্টের অনুমতি নিয়ে এলাকায় টহলদারি দিতেই পলাতক ছিলেন এই দুই ব্যক্তি তার মধ্যে একজন বাড়ি এসে বলে খবর পেয়ে তৎক্ষণিক তাকে বাড়ি থেকে গ্রেফতার করি আমরা। অভিযুক্ত আরও এক ব্যক্তির তল্লাশি চলছে। যদিও তদন্ত স্বার্থে এখনই নাম প্রকাশ করছে না বনদপ্তর।