NewsRecent NewsUncategorized

বন্ধনের 17% ব্যবসা বৃদ্ধি,আগামীতে সম্প্রসারণের ওপর থাকছে বিশেষ গুরুত্ব 

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত: সাম্প্রতিক 2024-25 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করে বন্ধন ব্যাংক। ব্যাঙ্কের মোট ব্যবসা 17% বেড়ে দাঁড়িয়েছে 2.73 লক্ষ কোটি টাকা জানান বর্তমানে ব্যাংকের এমডি এবং সিইও,পার্থপ্রতিম সেনগুপ্ত। ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ 69%। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ এবং অনুকূল পরিচালন পরিবেশের সাথে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে সুষম ব্যবসায়িক বৃদ্ধি প্রত্যক্ষ করেছে জানানো হয় ব্যাংকের তরফে।

ভারতবর্ষে 6,300টির বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বর্তমানে ব্যাঙ্কে কর্মরত রয়েছেন 78,400-এর বেশি কর্মচারী।

2024-25 আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় 20% বেড়েছে। ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণ বর্তমানে 1.41 লক্ষ কোটি টাকা। অন্যদিকে মোট অ্যাডভান্স হল 1.32 লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত দাঁড়িয়েছে সামগ্রিক ডিপোজিট বুকের 32%। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে। বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন 16%, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

ব্যাঙ্কের পারফরম্যান্স সম্পর্কে পার্থ প্রতিম সেনগুপ্ত, এমডি এবং সিইও,বন্ধন ব্যাঙ্ক বলেন, “বন্ধন ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স আমাদের স্থিতিশীল বৃদ্ধির প্রতিচ্ছবি, যেখানে ঝুঁকি ব্যবস্থাপনা ও কমপ্লায়েন্সের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাহকদের বিশ্বাস ও আমাদের কর্মীদের কঠোর পরিশ্রমই আমাদের সাফল্যের ভিত্তি। ঋণের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন, কার্যপ্রক্রিয়া আরও উন্নত করা, এবং পণ্য ও টিমকে আরও শক্তিশালী করার মাধ্যমে, বন্ধন ব্যাঙ্ক পরবর্তী পর্যায়ের বৃদ্ধির জন্য প্রস্তুত, কারণ আমরা এগিয়ে চলেছি ‘বন্ধন ব্যাঙ্ক ২.০’-এর পথে।”

ব্যাঙ্ক তার সম্পদ বৈচিত্র্যকরণের প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে এবং খুচরা পোর্টফোলিও সম্প্রসারণের ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। আরও বেশি ডিজিটালাইজেশন আমাদের একটি প্রধান অগ্রাধিকার, যার লক্ষ্য হল উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানো এবং একইসঙ্গে গ্রাহকদের উন্নততর অভিজ্ঞতা প্রদান করা।

 

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *