তিস্তার দূর্গম ব-দ্বীপেও দুয়ারে সরকার ক্যাম্প
সানি রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডললঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন বাহির চরে সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার শিবির।
উল্লেখ্য,বাহির চর তিস্তা নদীর মাঝখানে অবস্থিত একটি জনপদ যেখানে প্রায় এক হাজার ভোট দাতা,রয়েছে পঞ্চায়েত ব্যাবস্থা।
তবে নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত হবার কারনে একপ্রকার দুর্গম এই বাহির চর গ্রামটি।
মূলত তিস্তা নদীর উর্বর জমিতে চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করেন এই জনপদের মানুষ।
একদিকে জলপাইগুড়ি সদর ব্লক অপর পাড়ে কোচবিহার জেলার মেখলীগঞ্জ মহকুমা।
এই দুই শহরে আসতে হলে বর্ষায় ভরষা নৌকো আর শীত কালে পায়ে হেঁটে বালির চরের ওপর দিয়ে চলা ট্রাক্টর ।
এমন দুর্গম এলাকায় সোমবার থেকে শুরু হলো সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা মেটাতে দুয়ারে সরকার শিবির।