NewsPolitics

মোদীর উত্তরাধিকার লড়াই শুরু গেরুয়া শিবিরে

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:নরেন্দ্র মোদীর উত্তরাধিকারের লড়াই শুরু গেরুয়া শিবিরে। মোদী-শাহ জুটি বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি হিসেবে বিজেপির গুজরাট শাখার বর্তমান সি কে প্যাটেলের নাম অনুমোদনে তৎপর হলেও এখনও আরএসএস তার সবুজ সংকেত না দেওয়ায় বিষয়টি থমকে রয়েছে। বিজেপির গুজরাট লবির অতি সক্রিয়তার পাশে নরেন্দ্র মোদী নিজেই তার উত্তরসূরি হিসেবে এগিয়ে দিতে চাইছেন অমিত শাহকে। এখানেই উত্তর ভারতের হিন্দি বলয়ের বিজেপি নেতৃত্ব আবার যোগী আদিত্যনাথ কে মোদীর উয়ত্তরসূরি হিসেবে দেখতে চাইছেন।
শুধু তাই নয়, বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি হিসেবে গো বলয়ের গেরুয়া শিবিরের প্রথম পছন্দ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। স্বাভাবিক ভাবেই বিজেপির পরবর্তী সভাপতি কে? তা নিয়ে গেরুয়া শিবিরের অন্দরে স্নায়ুর চাপ শুরু হয়েছে। যদিও এ নিয়ে শেষ কথা বলবেন নাগপুরের আরএসএসের শীর্ষ কর্তারা।
সি কে প্যাটেলের নিজে মৃদু ভাষী, দক্ষ সংগঠক ও নির্বাচনী কৌশলে বিশেষ পারদর্শী। তাই সি কে প্যাটেলের প্রশ্নে আরএসএসের কোন নীতিগত আপত্তি নেই। কিন্তু শুধুমাত্র গুজরাট থেকে একদিকে প্রধানমন্ত্রী অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রী তথা নাম্বার টুর পর এবার বিজেপির জাতীয় সভাপতি ও মোদী শাহের পছন্দের লোক গুজরাট শাখার সভাপতি সি কে প্যাটেল- এখানেই চাপে পড়ে গেছেন আরএসএস প্রধান মোহান ভাগবত সহ সংঘের নেতারা।
যদিও এই মুহূর্তে আরএসএস এর নম্বর টু হলেন দত্তাত্রেয় হোসবলে। তিনি মহারাষ্ট্রের হলেও নরেন্দ্র মোদীতে নরম। হোসবলে চান টিম মোদীর অসুবিধার কারণ না হতে।
হোসবলে নিজে মোদী ও শাহের সঙ্গে দলের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। কেন সি কে প্যাটেল বিজেপির জাতীয় সভাপতি হলে গেরুয়া শিবিরের রাজনৈতিক সাংগঠনিক লাভ হবে তা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ।
সাধারণভাবে, বিজেপির পক্ষ থেকে সর্ব সম্মতভাবে একজনের নাম প্রস্তাব করলে আরএসএস তাতে অনুমোদন দেয়।। এখন সি কে প্যাটেলের নামে রাজনাথ সিং গাদকারি, যোগী আদিত্যনাথ,নাড্ডা, শিবরাজ শিং চৌহানের সমর্থন আদায়ের প্রক্রিয়া চলছে। মোদী-শাহ, সি কে প্যাটেল কে জাতীয় সভাপতি করতে মরিয়া বলেই খবর।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *