NewsPublic Interest News

বিপাকে শহর শিলিগুড়ি,বিভিন্ন জায়গায় কালভার্টে ফাক,যে কোন সময় ঘনিয়ে আসতে পারে বিপদ

কুশল দাশগুপ্ত,মানুষের মতামত:শহর শিলিগুড়িতে কালভার্ট সমস্যায় আতঙ্কিত সাধারণ মানুষ। শিলিগুড়ি মিনিসিপিলিটির বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকা জুড়ে কালভার্ট ভেঙে পড়ে আছে, অথবা নিচে ঢুকে আছে। পথ চলতি সাধারণ মানুষজনের সমস্যায় পড়তে এক মিনিটও লাগবে না,যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় অঘটন,এমনকি ঘটতে পারে অকাল মৃত্যুও। এইভাবে শিলিগুড়ির বিভিন্ন এলাকা কালভার্ট আক্রান্তে আক্রান্ত।বিশেষ করে সন্ধ্যাবেলায় বয়স্ক এবং বাচ্চাদের রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে যে কোন সময়। শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে,অনেকগুলো সারাই হয়ে গেছে কিছু বাকি আছে। কিন্তু দুর্ঘটনা ঘটতে কতক্ষন? কে দায়ী থাকবে? ইতিমধ্যেই ওয়াকিবহুল মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে! যদি সচেতন হয়ে দ্রুত মেরামতির কাজ না সম্পন্ন করা হয়,তবে সমস্যা বাড়তে পারে অনেক,তার জন্য দায়ী থাকবেন কে?
‘কেন অতি দ্রুততার সঙ্গে এবং বিপদকালীন যুদ্ধপরতার সঙ্গে এই মেরামতির কাজ সম্পন্ন হবে না “মানুষের মতামত” কে বললেন এক পথচারী?’

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *