NewsPolitics

শিলিগুড়ি অফিসে দল-মত-রং নির্বিশেষে জনসংযোগে বিধায়ক শংকর ঘোষ

কুশল দাশগুপ্ত,মানুষের মতামত:মানুষ তাকে ভোটে জিতিয়েছেন আর তাই মানুষের জন্য তিনি সর্বদাই সামনে থেকে কাজ করতে চান “মানুষের মতামত” সংবাদপত্র-কে ঠিক এমনটাই জানালেন শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভায় বিজেপির চিফ হুইপ শংকর ঘোষ।শিলিগুড়িতে আমি থাকি না বললেই চলে,তবুও যখন বিধায়ক হয়েছি দায়িত্ব তো আছেই আর কাজ করতেই হয়। আমাকে দেখে মানুষ ভোট দিয়েছে,বিশ্বাস করে ভোটে জিতিয়েছে আর আমি কাজের সময় পিছিয়ে যাব তা কিভাবে হয়? শুধুমাত্র আমার ওয়ার্ডেই নয় আমার চোখ আছে শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডের দিকে। যার যখন প্রয়োজন আমি আমার ফোন নম্বর দিয়ে দিয়েছি কাজ করিয়ে নেবেন আমাকে দিয়ে, নিজ অফিসে বসে জনসংযোগ করাকালীন বললেন বিধায়ক শংকর ঘোষ। এদিন সকাল থেকে বিধায়ককে দেখা যায়,নিজের অফিসে বসে মানুষকে পরিষেবা দিতে।গত দুদিন ধরে প্রচুর মানুষ আসছেন,বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে।

এটা কোন রাজনৈতিক আখড়া নয়,স্থানীয় বিধায়ক হিসেবে দল-মত-রং নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করা। এটাই আমার দায়িত্ব এবং কর্তব্য বললেন শংকর ঘোষ!

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *