NewsPolitics

“রাজনৈতিক উদ্দেশ্যেই জাতীয় মহিলা কমিশনকে বাংলায় পাঠানো হয়”— অভিযোগ কুণাল ঘোষের

জিৎ দত্ত,মানুষের মতামত:জাতীয় মহিলা কমিশনের মুর্শিদাবাদ সফর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই কমিশনকে বাংলায় পাঠানো হয়, সাধারণ মানুষের তাতে কোনও উপকার হয় না।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “জাতীয় মহিলা কমিশনকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গে পাঠানো হয়। তাদের সফরের ফলে সাধারণ মানুষের কোনও উপকার হয় না, বরং কিছু বিশেষ গোষ্ঠীই তার সুবিধা পায়।”

তাঁর আরও অভিযোগ, “কমিশনের প্রতিনিধিরা মুর্শিদাবাদের শমসেরগঞ্জ ও জঙ্গিপুরে গিয়েও স্থানীয় মহিলাদের সঙ্গে কার্যত কোনও কথাই বলেননি। শুধু তথ্য সংগ্রহে ব্যস্ত ছিলেন। এমনকি, অনেক মহিলার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষরও নেওয়া হয়েছে। প্রশ্ন হল, সেই সাদা কাগজে কী লেখা হবে, সেটা কি কমিশনের সদস্যরাই ঠিক করবেন?”

কুণাল ঘোষ সাফ জানান, “সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কমিশন নিজেদের মতো করে বিবৃতি তৈরি করে নিতে পারে। তাহলে সেখানে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাবেন?”

তিনি আরও প্রশ্ন তোলেন, “হাথরস বা মণিপুরে যখন ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা ঘটল,তখন কেন জাতীয় মহিলা কমিশন সেখানেই গেল না? গোটা দেশ মণিপুরের হিংসা দেখেছে, কিন্তু কমিশন নিশ্চুপ ছিল।”

তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সম্পাদক দাবি করেন, “বাংলায় কিছু হলেই মহিলা কমিশনের প্রতিনিধি দল তৎক্ষণাৎ চলে আসে।এটা স্পষ্ট যে তাদের সফর রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত।”

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *