NewsPolitics

“রামনবমী ধর্মীয় উৎসব, বিজেপি তাকে রাজনীতির হাতিয়ার বানায়” — কুণাল ঘোষ

জিৎ দত্ত,মানুষের মতামত:“রামনবমী পালন করেন হিন্দুরা, কিন্তু বিজেপি তাকে ঘিরে রাজনীতি করে”— এমনই অভিযোগ তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট কথা, “রামনবমীর মানে বিজেপি নয়। এই উৎসবকে কেন্দ্র করে মানুষকে উসকে দেওয়ার রাজনীতি চলছে।”

সোমবার সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, “রামনবমী সারা দেশে পালিত হয়। বাংলাতেও উৎসবে কোনও বাধা নেই। কিন্তু ধর্মকে হাতিয়ার করে যে উত্তেজনা ছড়ানো হচ্ছে, তা রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে।”

তাঁর অভিযোগ, “বিগত কয়েক বছর ধরে রামনবমী এলেই পরিবেশ উত্তপ্ত করার চক্রান্ত শুরু হয়। ঈদ বা বড়দিন শান্তিপূর্ণ হলে কারও সমস্যা হয় না। কিন্তু রামনবমী ঘিরেই পরিকল্পিত ভাবে গোলমালের পরিস্থিতি তৈরি করা হয়।”

বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চের দিকে আঙুল তুলে কুণালের কটাক্ষ, “ওঁদের রামনবমী নিয়ে খুব উদ্বেগ। কিন্তু বেকারত্ব, ভেঙে পড়া অর্থনীতি, শিক্ষার অবনতি— এসব নিয়ে কোনও কথাই বলেন না। দেশের আসল সমস্যা নিয়ে এঁদের মুখে কুলুপ।”

বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিশানা করে কুণালের মন্তব্য, “ভগবান রামের নাম করেন, অথচ ছ’বছর ধরে রেলের কোয়ার্টার দখল করে বসে আছেন। তাঁর মুখে রামের কথা সাজে না।”

শেষে কুণালের বার্তা, “উৎসব পালন করুন, ধর্মীয় আচার মানুন— কিন্তু সেটা শান্তিপূর্ণ হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে সম্প্রীতির বাতাবরণ বজায় রাখার জন্য বদ্ধপরিকর।”

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *