উন্নয়ন খাতে পুর দপ্তরের ১৩,৩৮১ কোটি টাকার বাজেট পাস,বিরোধীদের বয়কটের নিন্দা ফিরহাদ হাকিমের
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭২ নম্বর দাবির (ডিমান্ড) ব্যয় বরাদ্দ নিয়ে বিধানসভায় আলোচনা অনুষ্ঠিত হয়।পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম ১৩,৩৮১.২৯ কোটি টাকা অনুমোদনের জন্য প্রস্তাব রাখেন।
বিজেপি এই আলোচনা বয়কট করলেও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তার বক্তব্য রাখেন।শাসক দলের পক্ষ থেকে দেবাশীষ কুমার, অপূর্ব সরকার,তাপস চ্যাটার্জি,সপ্তর্ষি ব্যানার্জি ও দেবব্রত মজুমদার বাজেটের পক্ষে সওয়াল করেন।
ফিরহাদ হাকিম জানান, ২০১১ সালের তুলনায় বাজেট ৩.৫৬ গুণ বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে উন্নয়ন চলছে। শহরাঞ্চলে ১২৮টি শহরের মধ্যে ১২৫টিতে পানীয় জল পৌঁছেছে।মা ক্যান্টিন প্রকল্প গরিবদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।অবৈধ নির্মাণ রোধে ইতিমধ্যে ১০০০টি নোটিশ পাঠানো হয়েছে, ৫০০টি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে।
গঙ্গার দূষণ রোধে ৬৫৩ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, পাশাপাশি ১১৪ কোটি টাকা ব্যয়ে STP তৈরি হচ্ছে। শহরজুড়ে ২,৭৩,২৭৮টি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। “বাংলার বাড়ি” প্রকল্পে ৫.২৫ লক্ষ নতুন বাড়ি তৈরি হচ্ছে।
বিজেপির বয়কট প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “বিরোধীরা শুধু সমালোচনাতেই ব্যস্ত, আলোচনায় অংশ নেয় না।” তিনি বিধায়কদের জল অপচয় রোধে সতর্ক থাকার পরামর্শ দেন।দীর্ঘ আলোচনার পর ১৩,৩৮১ কোটি টাকার ব্যয় বরাদ্দ সর্বসম্মতভাবে পাস হয়ে যায়।