মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক ঠিক করার উদ্দেশ্যে ফুরফুরা শরীফ যাচ্ছেন:শুভেন্দু অধিকারী
জিৎ দত্ত,মানুষের মতামত: দিল্লি রওনা দেওয়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ সফরকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেন।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করেন এবং মুসলমানদের শুধু ভোটের জন্য ব্যবহার করেন। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের মানুষের সঙ্গে উন্নয়নের নামে প্রতারণা করেছেন।”
তিনি আরও বলেন, “২০১৬ সালে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ সফর করেছিলেন। এবারও তিনি সেখানে যাচ্ছেন, কারণ তিনি আশঙ্কা করছেন যে মুসলিম ভোট ব্যাংক তাঁর হাতছাড়া হয়ে যেতে পারে।”
বিরোধী দলনেতার দাবি, “ফুরফুরা শরীফে গিয়ে দেখলেই বোঝা যাবে, সেখানে কতটা উন্নয়ন হয়েছে। আদতে কিছুই হয়নি। মুসলিম সমাজও এখন তৃণমূল কংগ্রেসের উপর ক্ষুব্ধ।”
শুভেন্দু অধিকারী আরও বলেন, “২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস হিন্দু ভোট পাবে না। সেই ভোট ইতিমধ্যেই সরে গিয়েছে। তাই মুখ্যমন্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন এবং ভোট ব্যাংক ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন।”