নিম্নমানের মাল দিয়ে কাজ ঠিকাদার সংস্থার,গ্রামবাসীদের প্রতিবাদে শুরু বচসা-মারধর,ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালীর দুই নম্বর ব্লকের বেড়মজুর এলাকার হালদারপাড়া এলাকায় তৈরি হচ্ছে কংক্রিটের ঢালাই রাস্তা। গত কয়েকদিন আগে সেই রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা। সঠিক কাঁচামাল দিয়ে রাস্তা হচ্ছে কিনা তা দেখতে ও জানতে চান এলাকার বেশ কিছু মানুষেরা। কিন্তু ঠিকাদার সংস্থার পক্ষ থেকে এলাকার মানুষদের কোন ওয়ার্ক অর্ডার বা ওয়ার্ক সিডিউল দেখানো হয়নি। তারা তাদের ইচ্ছা মতো করেই রাস্তা তৈরি করছিল।যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। এই নিয়ে শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীদের মধ্যে কথা কাটাকাটি হয়।সেই সময় ঘটনাস্থলে পুলিশ এসে পুলিশ এলাকার বাসিন্দাদের মারধর করে এবং তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললো এলাকাবাসীরা।এলাকার বেশ কিছু সাধারণ মানুষদের নামে পুলিশ মামলা রুজু করে এবং তাদের গ্রেপ্তার করার নামে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার চালাচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানাতে হালদারপাড়া এলাকায় বিক্ষোভ দেখান এলাকার বেশ কিছু মহিলারা। তাদের দাবি অবিলম্বে যাদেরকে মারধর করেছে তাদের কাছে এসে ক্ষমা চাইতে হবে পুলিশকে!