NewsRecent News

সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু গরু পাচারকারীর

 

সানি রায়,মানুষের মতামত:সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু গরু পাচারকারীর। জলপাইগুড়ির
ভারত-বাংলাদেশ সীমান্তের কুকুরজান অঞ্চলের ঘটনা। জানা গিয়েছে,শুক্রবার রাতে ওই সীমান্ত এলাকায় দশ,বারোজনের একটি পাচারকারী দলকে দেখতে পায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। তারা পাচারকারী দলটিকে আটক করতে গেলে ওই দুস্কৃতিরা বিএসএফ জওয়ানদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তখন পালটা জবাবে বেশ কয়েক রাউণ্ড গুলি চালায় বিএসএফ। তাতে একজনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। সে বাংলাদেশী নাগরিক কি না তা জানার চেস্টা চলছে। বিএসএফ এর তরফে দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আনা হয়।দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়।

 

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *