সামাজিক সুরক্ষা প্রকল্পের তথ্য এবার এসএমএসেই, উপকৃত ৩৫ লাখের বেশি মানুষ
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে সুবিধা পাওয়া উপভোক্তাদের জন্য এবার আরও এক ধাপ সুবিধা নিয়ে আসছে সরকার। এবার এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য, জমা অর্থের হিসাব ও অন্যান্য বিবরণ।
রাজ্য সরকারের পরিসংখ্যান বলছে, গত ১৪ বছরে এই প্রকল্পের আওতায় সুবিধা পেয়েছেন ৩৪ লাখ ৯৪ হাজারেরও বেশি মানুষ। যারা ১৮ বছর বয়সে এই প্রকল্পে নাম লেখান, তাঁরা ৬০ বছর বয়সে পাবেন ২ লক্ষ ৭২ হাজার টাকা। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য রাজ্যের ব্যয় দাঁড়িয়েছে ২,৬০৬ কোটি ৫৮ লাখ টাকা।
শ্রমজীবী, দিনমজুর ও খেটে-খাওয়া মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পের উপর বিশেষ গুরুত্ব দেয়। আগে উপভোক্তাদের ব্যক্তিগতভাবে টাকা জমা দিতে হতো, কিন্তু ২০২০ সালের এপ্রিল থেকে পুরো খরচ বহন করছে রাজ্য সরকার।
এই প্রকল্পে প্রতি মাসে রাজ্যের ব্যয় ৯৬ কোটি ৮০ লাখ টাকা, যা বছরে দাঁড়ায় প্রায় ১,২০০ কোটি টাকা! বিশাল এই অর্থবরাদ্দ করে সরকার একদিকে সমাজের দুর্বলতর শ্রেণিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে, অন্যদিকে তথ্যপ্রদানের পদ্ধতিকে আরও সহজ ও ডিজিটাল করতে চাইছে।
সরকারি খরচে চালু হওয়া এই সামাজিক সুরক্ষা প্রকল্পে এবার এসএমএসের মাধ্যমে যেকোনো উপভোক্তা জানতে পারবেন—জমা পড়া অর্থের পরিমাণ, কবে টাকা মিলবে তার বিস্তারিত তথ্য, ৬০ বছর পর কত টাকা পাবেন তার হিসাব ও অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট।
প্রশাসনের মতে, দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত পরিষেবা প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এর ফলে উপভোক্তারা6 আগে থেকেই জানতে পারবেন তাঁদের ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার অবস্থা।
বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র একটি কল্যাণমূলক প্রকল্প নয়, বরং বিকেন্দ্রীকরণ ও ডিজিটাল উদ্যোগের দিক থেকেও বড় সিদ্ধান্ত। অর্থাৎ, প্রকল্পের সুবিধাভোগীরা তাঁদের পাওনাগণ্ডা সম্পর্কে আগে থেকেই স্পষ্ট ধারণা পাবেন, যা ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করবে।
সমাজের প্রান্তিক শ্রেণির উন্নয়নে রাজ্য সরকারের এই পদক্ষেপ আগামী দিনে দৃষ্টান্ত হয়ে উঠবে বলে মনে করছে প্রশাসন।