NewsPolitics

লকেট কি দলছুটের পথে? জোর জল্পনা রাজনৈতিক মহলে

স্নেহাশীষ মুখার্জি,মানুষের মতামত: এবারে কি দলের সঙ্গে দুরুত্ব বাড়ছে লকেটের ? বিজেপির এই পরাজিত হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় কি হতাশ? আর এই হতাশা ও অভিমানে দলের সঙ্গে দূরত্ব বাড়ানোয় লাইন নিয়েছেন? এই প্রশ্নকে সামনে রেখে জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে।

গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভিনেত্রী-প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হন লকেট। নির্বাচনের ফলাফল বিশ্লষণের পর জানা যায় যতটা না তৃণমূল কংগ্রেসের কাছে তিনি পরাজিত হয়েছেন, তার চেয়ে বেশিই বিজেপির অভ্যন্তরীণ নাশকতায় তাকে প্রায় ৬০ হাজার ভোটে হারতে হয়েছে।

লোকসভা নির্বাচনে দলের হারের পর থেকেই তিনি নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন বলেই খবর। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখায় অন্যতম সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালনও বন্ধ করে দিয়েছেন বলে সূত্রের খবর। অতি সম্প্রতি বর্ধমানের তালিতে মোহন ভাগবতের সমাবেশেও তিনি অসুস্থতার দোহাই দিয়ে সরে থেকেছেন। হতাশা থেকে লকেট চট্টোপাধ্যায় ২৬-র বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে হুগলি জেলায় তার বিরোধী শিবিরে জোর চর্চা চলছে। রূপা গঙ্গোপাধ্যায় আগেই দলের সঙ্গে দুরুত্ব তৈরি করেছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন লকেট চট্টোপাধ্যায় বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তবে লকেটের ঘনিষ্ঠ শিবির তার দল ছেড়ে তৃণমূলে পা বাড়ানোর খবর পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করছেন। এ বিষয়ে লকেটও চুপ। কোনো সদুত্তর মেলেনি।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *