NewsRecent News

শহরের জলাশয় সংরক্ষণে বড় পদক্ষেপ কলকাতা পুরসভার,স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ৮০০০-র বেশি জলাশয় চিহ্নিতকরণ

 

জিৎ দত্ত,মানুষের মতামত:শহরের ক্রমবর্ধমান নগরায়ণের ফলে জলাশয় সংরক্ষণে জোর দিল কলকাতা পুরসভা (KMC)। পুরসভার পক্ষ থেকে স্যাটেলাইট জরিপ এবং মাঠ পর্যায়ের যাচাইয়ের মাধ্যমে কলকাতার ৮,০০০-র বেশি জলাশয় চিহ্নিত করা হয়েছে। কলকাতা পুরসভার দাবি, শহরের জলাশয় অবৈধভাবে ভরাট হয়ে যাওয়ার ঘটনা রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১,৭১,৩০,০৪৫ বর্গমিটার জলাশয়ের এলাকা জিও-ট্যাগ করা হয়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, জলাশয়ের সঠিক নথিভুক্তিকরণের পাশাপাশি সংযোজিত এলাকার ১৪২, ১৪৩ ও ১৪৪ নম্বর ওয়ার্ডের অপরিচিত ও অচিহ্নিত জলাশয়গুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায়। এছাড়া, গত এক বছরে জলাশয় সংক্রান্ত ২৫টি সমস্যা সমাধান করা হয়েছে কলকাতা পুরসভার পরিবেশ দফতরের উদ্যোগে,যার মধ্যে কিছু জলাশয়ের পুনর্বাসন সংক্রান্ত বিষয়ও রয়েছে। জলাশয় সংরক্ষণে গঠিত বিশেষ কমিটির তত্ত্বাবধানে এই কাজ করা হয়েছে।

জলাশয় রক্ষায় কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ অন্তর্দেশীয় মৎস্য আইন, ১৯৮৪ এবং পশ্চিমবঙ্গ টাউন অ্যান্ড কান্ট্রি (পরিকল্পনা ও উন্নয়ন) আইন, ১৯৭৯-এর আওতায় জলাশয় ভরাটের বিরুদ্ধে ৮৭০টি পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে।

শহরের জলাশয় সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার জন্য কলকাতা পুরসভার এই উদ্যোগকে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পুরসভার দাবি, এই প্রকল্পগুলি কার্যকর হলে শহরের জলাশয় সংরক্ষণের পাশাপাশি নগর জীবনের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *