বিনিয়োগের সোনার খনি এই বাংলা:মুখ্যমন্ত্রী
শ্রীকর্ণ,মানুষের মতামত:আগামী বছরের দোলগোরাতেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিনিয়োগকারী, চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন। জাপান থেকে প্রচুর বিনিয়োগের আশ্বাস ইতিমধ্যেই এসেছে। পাশাপাশি বেশ কিছু দেশ থেকে প্রতিনিধিরা আসছেন বাংলায় বিনিয়োগের উদ্দেশ্যে। “বিনিয়োগের ব্যাপারে বাংলায় সোনার খনি”বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন দলনেতা এবং বর্তমানে বিনিয়োগকারী সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন। সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়া, হর্ষবর্ধন নেওটিয়া সহ বেশ কিছু বিনিয়োগকারীরা হাজির ছিলেন। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন কে সফল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এই হাই প্রোফাইল বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।