শিকল বেঁধে ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার
জিৎ দত্ত,মানুষের মতামত:শিকল বেঁধে ভারতীয়দের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরানো নিয়ে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে জোড় আলোচনা। যেভাবে শিকল পড়িয়ে তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে তার বিরুদ্ধে সরব হয়েছেন অনেক রাজনৈতিক দল। মঙ্গলবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের জবাবী ভাষণ দিতে গিয়ে সেই প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।একদিকে ভারত-আমেরিকার আরও নিবিড় সম্পর্কের বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে প্রশ্ন তুললেন বাংলার মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন হতে পারে প্রটোকল, কিন্তু প্রধানমন্ত্রীর উপস্থিত কিভাবে এ ধরনের ঘটনা ঘটে।
এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, যারা আমেরিকা থেকে এলো তাদের কেন শিকল বেঁধে নিয়ে আসা হল! কি উত্তর আপনাদের (কেন্দ্র সরকারকে)? আপনারা বলছেন ওটা ওদের প্রটোকল। আমি প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই বলছি। আপনি উপস্থিত থাকাকালীন তাদের এভাবে নিয়ে আসা হয়েছে। প্রটোকল তো সব দেশের এক রকম হয় না। মানবিকতাই তো সবার ঊর্ধ্বে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন আপনি কি একবারও এর প্রতিবাদ করেছিলেন? বিদেশ মন্ত্রী জয় শংকরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এরা কিন্তু কেউ বাংলার লোক নয়। এরা কিন্তু গুজরাট, মহারাষ্ট্র পাঞ্জাবের লোক। যদি অনুপ্রবেশ করেও থাকে, আপনি বলতে পারতেন আমি ফ্লাইট পাঠাচ্ছি আমি আমার ফ্লাইটে করে ভারতীয়দের নিয়ে আসবো। কেউ কি দায়িত্ব নিয়েছিলেন! মুখ্যমন্ত্রী বলেন কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিলে ওই মানুষগুলো সম্মানের সঙ্গে দেশে ফিরে আসতে পারতো। কিন্তু সেই দায়িত্ব নেওয়া হয়নি। পায়ে শিকল বেঁধে হাতে শিকল বেঁধে চল্লিশ ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে তাদের দেশে ফেরানো হলো। এর মধ্যে থেকে মহিলা কেউ বাদ যায়নি। তা সত্ত্বেও আমরা কেন কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বলতে বাধ্য করছেন। কিছু না বলা সত্ত্বেও আপনারা আমাকে টেরোরিস্টের সঙ্গে যুক্ত আছি বলে দিচ্ছেন এর থেকে মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার তৃতীয় অধিকারের থেকেও দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কথা আমরা বলি না। আমরা বিদেশ নীতি এবং অভ্যন্তরীণ নীতির প্রশ্নে সব সময় বলি কেন্দ্র সরকার যেটা বলবে আমরা সেটাই মেনে নেব। মনে থাকবেন তাই বাংলা ভালো থাকে। বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে।
আজ বিধানসভার রাজ্যপালের বক্তৃতার জবাবি ভাষণে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই ভাষণ শুরু করে রাজ্যের প্রধান বিরোধীদল তথা দেশের শাসক দল বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপি ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তিনি স্পষ্ট ভাষায় এটা বুঝিয়ে দেন, যতই তাকে দেশবিরোধী বলে রাঙিয়ে দেওয়ার চেষ্টা হোক। তার কাছে দেশই সবার আগে।