NewsRecent News

ইঁদুর মারার ফাঁদেই মৃত্যু কৃষকের

ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর পূর্ব গাবতলা গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ইঁদুরের উপদ্রব থেকে ফসল বাঁচাতে জমিতে জিআই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ করেছিলেন স্থানীয় কৃষক বাসুদেব নস্কর। কিন্তু সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল তাঁর।

জানা গেছে, রবিবার সন্ধ্যায় নিজের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন বাসুদেব। পরদিন সকালে চাষের কাজের জন্য জমিতে গেলে অসাবধানতাবশত সেই বিদ্যুতায়িত তারে জড়িয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন কৃষক। কিছু সময় পরে আশপাশের অন্যান্য কৃষকেরা জমিতে আসার পর তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় তাঁর পরিবারকে। পরিবারের লোকজন ও স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যান জয়নগর কুলতলী গ্রামীণ হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে জানান, আগেই মৃত্যু হয়েছে তাঁর।

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি তাদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, ফসল বাঁচানোর জন্য ইঁদুর নিধনের এই পদ্ধতি অত্যন্ত বিপজ্জনক এবং অসতর্কতার কারণে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং স্থানীয়দের সতর্ক করা হচ্ছে যাতে এ ধরনের বিপজ্জনক উপায়ে ইঁদুর দমন না করা হয়।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *