পুলওয়ামা অ্যাটাক-মনিপুর রাষ্ট্রপতি শাসন নিয়ে উত্তরবঙ্গে মন্তব্য করলেন রাজ্যপাল
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পুলওয়ামা ঘটনায় ভারতীয় সেনাদের আত্মবলিদানকে অভাবনীয় বলে উল্লেখ করেন এবং ভারতের শক্তিশালী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তবে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন, এ বিষয়ে মন্তব্য না করার কারণ হিসেবে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে তার অবস্থানের কথা উল্লেখ করেন। এরপর তিনি সড়কপথে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন।