জাল নথিপত্র তৈরির পর্দা ফাঁস ধুপগুড়িতে,আটক ৩
সানি রায়,মানুষের মতামত:ধূপগুড়ি থানার পুলিশ তিনজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে জাল নথি ও শংসাপত্র তৈরির অভিযোগ রয়েছে। একই সাথে উদ্ধার হয়েছে একাধিক সরকারি আধিকারিকের ভুয়ো সিল।
ঘটনার সূত্রপাত:
সম্প্রতি, এক ব্যক্তি তার মেয়ের জন্ম প্রমাণপত্রের জন্য ধূপগুড়ি পৌরসভায় আবেদন করেছিলেন। পৌরসভা নথিপত্র যাচাই করার সময় কিছু সন্দেহজনক তথ্য পায়। তারা জানতে পারে, জন্ম প্রমাণপত্রের জন্য যে হাসপাতালের নথি জমা দেওয়া হয়েছে, তা জাল।
পৌরসভা দ্রুত ওই ব্যক্তিকে বিষয়টি জানায় এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেয়। এরপরই, ধূপগুড়ি থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তিনজনকে আটক করে।
তদন্তে প্রাপ্ত তথ্য:
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল জন্ম সনদ তৈরি করে আসছিল। তারা সরকারি আধিকারিকদের ভুয়ো সিল ব্যবহার করত। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা।
এই ঘটনায় ধূপগুড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে মাল পৌরসভা ভুয়ো জন্ম প্রমাণপত্র সহ আফগান নাগরিকদের পরিচয় পত্র বানিয়ে দেওয়ার অভিযোগে সংবাদ শিরোনামে উঠে এসেছিল।। একেবারে সিবিআই তদন্ত শুরু করা হয়েছিল মাল পৌরসভার বিরুদ্ধে। এবার ধুপগুড়িতে এই ঘটনাকে ঘিরে শোরগোল। শুধুই কি এখানেই সীমাবদ্ধ নাকি অবৈধ অনুপ্রবেশকারী দের মদন দেয়া হতো এ ধরনের কর্মকান্ডে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। যদিও গোটা বিষয় নিয়ে ধুপগুড়ি পৌরসভা তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে।