অভিষেকের অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য বিকৃতির অভিযোগ
দিলীপ চট্টোপাধ্যায়,মানুষের মতামত:তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে তথ্য বিকৃতির অভিযোগ ওঠে। সাংসদের আইনজীবী ফেসবুকের মূল সংস্থা মেটা-কে আইনি নোটিশ পাঠিয়েছেন। সেই নোটিশের পরপরই জট কেটেছে। বৃহস্পতিবারই তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে আগের তথ্য ফিরেছে। তবে এতেও চর্চা থামছে না।
জানা যাচ্ছে, তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর নামের পাশ থেকে দলের নাম উধাও হয়ে গিয়েছিল। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজের ‘বায়ো’তে শুধুমাত্র সাংসদ এবং সাধারণ সম্পাদক লেখা ছিল। দলের নামটি উধাও হয়ে যাওয়ায় বিস্তর চর্চা তৈরি হয়।
বিষয়টি নজরে আসতেই অভিষেক তৎক্ষণাৎ আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন। নিজের আইনজীবী মারফত মেটা কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছেন তৃণমূল সাংসদ। কেউ বা কারা কোনওভাবে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য বিকৃত করেছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের।
এদিকে, মেটা কর্তৃপক্ষকে অভিষেকের তরফে আইন নোটিশ পাঠানোর পরেই বিতর্কের অবসান ঘটে। বৃহস্পতিবার অভিষেকের অফিসিয়াল ফেসবুক পেজে তাঁর আগের তথ্য ফিরে এসেছে বলে জানা গিয়েছে। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে লেখা লোকসভার সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেস।