Feature NewsNewsRecent News

ফোর্ট উইলিয়ামে প্রাক্তন সৈনিকদের চাকরি মেলা: নতুন কর্মজীবনের দিশা দিচ্ছে ডিজিআর

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগের পুনর্বাসন অধিদপ্তর (ডিজিআর) আয়োজিত এক বিশেষ চাকরি মেলা অনুষ্ঠিত হল কলকাতার ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামে (বিজয় দুর্গে)। প্রাক্তন সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মীদের পুনরায় কর্মজীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।

চাকরি মেলায় প্রায় ৬০০-রও বেশি প্রাক্তন সৈনিক (ইএসএম) অংশ নেন। তাঁদের জন্য ৪২টি কর্পোরেট সংস্থা উপস্থিত ছিল, যারা ৫০০-রও বেশি শূন্যপদে নিয়োগের সুযোগ দেয়। মেলার লক্ষ্য ছিল প্রাক্তন সৈনিকদের অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী কর্পোরেট খাতে নতুন কর্মসংস্থানের পথ তৈরি করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে, ভিএসএম, জিওসি, বেঙ্গল সাব এরিয়া। এছাড়া ব্রিগেডিয়ার সৌম্য ব্যানার্জী, এডিজি (পূর্ব), ডিআরজেড (ই) এবং শ্রী বিমল সামাল, নির্বাহী পরিচালক – বিএনআই কলকাতা সিবিডি (এ), উত্তর কর্পোরেট অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরবর্তীতে সাক্ষাৎকার ও পরীক্ষা নেওয়া হবে এবং তাঁদের মধ্যে থেকে তত্ত্বাবধায়ক, কারিগরি সহায়তা, প্রশাসনিক ও ব্যবস্থাপনা পদে নিয়োগের সুযোগ দেওয়া হবে।

ডিজিআর-এর এই উদ্যোগ প্রাক্তন সৈনিকদের দ্বিতীয় ক্যারিয়ারের সম্ভাবনা উন্মুক্ত করেছে। কর্পোরেট সংস্থাগুলিও অভিজ্ঞ, সুশৃঙ্খল ও দক্ষ প্রাক্তন সৈনিকদের নিয়োগের মাধ্যমে উপকৃত হয়েছে। সামরিক জীবনের অভিজ্ঞতা বেসরকারি কর্মক্ষেত্রেও যে অমূল্য সম্পদ হতে পারে, তা আবারও প্রমাণ করল এই আয়োজন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *