বেলডাঙ্গায় অবৈধ অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার,উদ্ধার ৬ পাইপগান,২ মুসকেট ও গুলি
মোঃ আমিনুল হক,মানুষের মতামত:পুলিশি তৎপরতায় ফের ভেস্তে গেল অবৈধ অস্ত্র চক্রের বড়সড় চালান। মঙ্গলবার গভীর রাতে ১২টা ২৫ মিনিট নাগাদ, বেলডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় কালিতলা–ফতেনগর রোড এলাকায়। সেখান থেকে উদ্ধার হয় ছয়টি এক-শাটার পাইপগান, দুটি মুসকেট এবং মোট ১৪ রাউন্ড গুলি।
অভিযানে গ্রেপ্তার হয়েছে গরীবপুর গ্রামের কুখ্যাত অস্ত্র সরবরাহকারী নওসাদ মণ্ডল (৫০)। পুলিশের দাবি,দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসার সঙ্গে যুক্ত নওসাদ মণ্ডল মাত্র তিন মাস আগে একটি মাদক পাচার (NDPS) মামলায় জামিনে মুক্তি পেয়েছিল। জামিনে বেরিয়েই সে ফের অবৈধ অস্ত্র চক্র সক্রিয় করার চেষ্টা করছিল বলে জানা গেছে। তার এই গ্রেফতারে সম্ভাব্য বড়সড় অপরাধমূলক কার্যকলাপ রোধ হয়েছে বলে মনে করা হচ্ছে।
ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। আজই অভিযুক্তকে স্থানীয় আদালতে তোলা হয়েছে এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
অবৈধ অস্ত্র ও মাদকচক্রের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান চালালে সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে বলে জানালেন একজন সমাজকর্মী।