বিজেপির জাতীয় সভাপতির দৌড়ে মনোহর লাল খাট্টার
দিলীপ চট্টোপাধ্যায়,মানুষের মতামত:৩ বছর ধরে জগত প্রকাশ নাড্ডার পর বিজেপির জাতীয় সভাপতি নিয়ে একদিকে, নাগপুরের আর এস এস নেতৃত্ব, অন্যদিকে, নরেন্দ্র মোদী-অমিত শাহ তথা দলের গুজরাত লবির স্নায়ুর লড়াইয়ে বিপর্যস্ত হচ্ছে দল। বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ তথা দলের শক্তিশালী গুজরাত লবির মধ্যে দীর্ঘ সময় ধরে স্নায়ুর লড়াই চলছে। বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি পদে মোদী-শাহদের গুজরাট লবির রাবার ষ্ট্যাম্প নয়, স্বাধীনচেতা দলের সভাপতি চায় আর এস এস। অন্যদিকে মোদী-শাহরা নিজেদের আস্থাভাজন বশংবদ দলীয় সভাপতি চাইছেন।
নানা নামের প্রস্তাবনা, পালটা প্রস্তাবনা থেকে দু পক্ষের সহমতে জাতীয় সভাপতি নির্বাচনের চেষ্টা সংসদ অধিবেশন শেষ হওয়ার আগে সফল হবে বলে মনে করছেন না রাজনৈতিক মহল।
আর এস এসের তরফে সঞ্জয় যোশীর মত ঘোরতর মোদী বিরোধীর নাম প্রস্তাব করে মোদী-শাহদের ওপর মানসিক চাপ তৈরি করে এখন সবশেষে আরএসএসের ঘরের মানুষ,আবার মোদীর ঘনিষ্ঠ বন্ধু হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টারের নামে সহমতের সম্ভাবনা আঁচ করছে রাজনৈতিক মহল। যদিও হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর মনোহর লাল খাট্টার তার বন্ধু নরেন্দ্র মোদীর ওপর যথেষ্ট অভিমানী হয়ে ওঠেন, অমিত শাহকে পছন্দই করছেন না মনোহর লাল খাট্টার।
সামনেই নভেম্বরে বিহার নির্বাচন। ২৬-র এপ্রিল হতে পারে পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ুর মতো রাজ্যে বিধানসভার নির্বাচন। বিগত মে মাস থেকে বিজেপির জাতীয় সভাপতি কে হবেন তা নিয়ে টানাপোড়েন চলছে। এই সমস্যার সার্বিক সহমতের ভিত্তিতে সমাধান খোজার চেষ্টা হলেও তার সূত্র মেলেনি। একসময় রাজনাথ সিং, নীতিশ গাদকারি, ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, নির্মলা সীতারামন, সি আর প্যাটেল সহ একাধিক নাম নিয়ে চর্চা হলেও তা বাস্তবায়িত হয়নি। রাজনাথ সিং, নীতিশ গাদকারির মতো মোদী বিরোধীরা নিজেরাই বিজেপির জাতীয় সভাপতি হতে চাননি।