রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে সিপিএম,বাংলার ফলাফলের নিরিখে সমীকরণ কী?
নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:আগামী বছর ২ এপ্রিল শেষ হচ্ছে সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যের রাজ্যসভার মেয়াদ। বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভা এবং লোকসভায় কোনও আসন নেই সিপিএমের। ফলে বিকাশ ভট্টাচার্যের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যসভাতেও শূন্য হয়ে যাবে সিপিএম। বর্তমান বিধানসভার সংখ্যা ও শক্তির সমীকরণ অনুযায়ী, ২০২৫ সালে রাজ্যের পাঁচটি রাজ্যসভা আসনের মধ্যে চারটিতে জিতবে তৃণমূল কংগ্রেস, আর একটিতে বিজেপি।
এদিকে, রাজ্যের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখেও স্পষ্ট যে সিপিএমের রাজনৈতিক প্রভাব ক্রমশ কমছে। বিধানসভা নির্বাচনে শূন্য থাকলেও, কিছু জায়গায় লড়াই করেছিল বামেরা। কিন্তু এবার রাজ্যজুড়ে তৃণমূল ও বিজেপির সরাসরি দ্বৈরথের ফলে সিপিএম আরও কোণঠাসা হয়েছে।
লোকসভা আসনের হিসাব অনুযায়ী, ২০২৪-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে ১৬টি আসনের ফলাফলে তৃণমূল কংগ্রেস ১৩টি আসনে এবং বিজেপি ৩টি আসনে জয়ী হয়েছে। তৃণমূল তাদের সংগঠন ধরে রেখে ভোট বাড়াতে সক্ষম হয়েছে, অন্যদিকে বিজেপি কিছুটা হলেও প্রভাব বজায় রেখেছে। তবে সিপিএম এবং কংগ্রেসের জোট কার্যত ব্যর্থ বলেই প্রমাণিত হয়েছে।
সিপিএমের এই রাজনৈতিক পতনের মূল কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ্যের ভোটাররা ক্রমশই দ্বিমেরু রাজনীতির দিকে ঝুঁকছেন। ফলে বিজেপি-বিরোধী ভোটের বড় অংশ তৃণমূলের দিকে চলে যাচ্ছে। একইভাবে, যাঁরা তৃণমূলের বিরুদ্ধে, তাঁরা বিজেপিকেই প্রধান বিরোধী শক্তি হিসেবে বেছে নিচ্ছেন। এই পরিস্থিতিতে সিপিএমের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে চর্চা চলছে।