বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েও সন্দেশখালীতে একাধিক উপভোক্তারা ঘর করেনি, বিডিওর নির্দেশ প্রশাসন কড়া ব্যবস্থা নেবে
হাসানুজ্জামান,মানুষের মতামত:সন্দেশখালি দীপঞ্চলের প্রায় এক হাজার উপভোক্তা প্রথম কৃতি ৬০ হাজার টাকা পাওয়ার পর।কাজ শুরু করেনি। দুয়ারে বিডিও আবাস যোজনার ঘর এখনো করেনি কড়া নির্দেশ প্রশাসন ব্যবস্থা নেবে বিডিও
প্রথম কিস্তি বাংলা আবাস যোজনা টাকা পাওয়ার পর যারা এখনো ঘর করেনি তাদের বিরুদ্ধে এবার প্রশাসন ব্যবস্থা নেবে। সেই ছবি দেখা গেল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ২ নম্বর ব্লকের। গত কয়েক দিন ধরে ভিডিও অনুপ কুমার সামন্ত পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মহেশ্বর সরদার সহ প্রশাসনিক কর্তারা এদিন বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করলেন সন্দেশখালি গ্রাম পঞ্চায়েত কোড়াগাড়ি গ্রাম পঞ্চায়েত জেলিয়াখালি গ্রাম পঞ্চায়েতের প্রায় এক হাজার উপভোক্তা সারা প্রথম কিস্তি ৬০,হাজার টাকা পাওয়ার পর। এখনো বাড়ির কাজ শুরু হয়নি। তাহলে দ্বিতীয় কিস্তির টাকা কি করে পাবে এই অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থলে ভিডিও গিয়ে তাদেরকে নির্দেশ দেন এক সপ্তার মধ্যে তারা যেন আবাস যোজনার ঘরের কাজ শুরু করেন। না হলে প্রশাসন আইনের মধ্যে ব্যবস্থা নেবেন নৈচড়ে বসেছে জেলা প্রশাসন গতকালই উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী হিঙ্গলগঞ্জের কালিতলা গোবিন্দ কাটি একাধিক গ্রাম পঞ্চায়েতে গিয়ে সরকারি সামাজিক প্রকল্পের কাজ কতটা হয়েছে কোন ত্রুটি আছে কিনা বা যেসব অর্থ পাওয়ার পর কাজ শুরু করিনি তাদের নির্দেশ দিয়ে এসেছেন এই কর্মসূচি লাগাতার চলবে বলে জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন।