পশ্চিমবঙ্গ ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড গঠনকারী দেশের প্রথম রাজ্য: শশী পাঁজা
জিৎ দত্ত,মানুষের মতামত:এই রাজ্যেই প্রথম ট্রানজেন্ডার উন্নয়ন বোর্ড গঠন হয়েছে। তাদের স্বার্থের কথা ভাবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভায় মঙ্গলবার এ কথা জানালেন রাজ্যের নারী শিশু এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। এদিন বিধানসভায় উল্লেখ পর্বে তৃণমূল বিধায়ক মোহাম্মদ আলীর তোলা প্রশ্নের জবাবে তিনি বলেন, পশ্চিমবঙ্গ ২০১৬ সালে দেশের প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ট্রান্সজেন্ডার পার্সনস ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেছে, যা কেন্দ্রের ট্রান্সজেন্ডার আইনেরও অনেক আগে।
তিনি বলেন, “মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে ট্রান্সজেন্ডার কল্যাণ বোর্ড থাকলেও, উন্নয়ন বোর্ড গঠনকারী প্রথম রাজ্য হল পশ্চিমবঙ্গ। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী চিন্তার ফল।”
তৃণমূল কংগ্রেসের লালগোলা বিধায়ক মোহাম্মদ আলি বিধানসভায় ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সামাজিক ও আর্থিক নিরাপত্তার দাবি তোলেন। তিনি বলেন, “সমাজে তাদের একঘরে করে রাখার প্রবণতা তাদের অর্থনৈতিকভাবে পিছিয়ে দেয়, যার ফলে তারা ভিক্ষাবৃত্তির দিকে ধাবিত হয়।”
মন্ত্রী শশী পাঁজা জানান, ট্রানজেন্ডারদের উন্নয়নের কথা ভেবে প্রত্যেক জেলা শাসককে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিরা স্বঘোষণার মাধ্যমে লিঙ্গ পরিচয়ের শংসাপত্র পেতে পারেন। এই শংসাপত্র তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।
তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিনি অনুভব করেছেন যে, এই সম্প্রদায়ের মূল দাবি সামাজিক গ্রহণযোগ্যতা, পেনশন বা চাকরিতে সংরক্ষণ নয়। তারা আর পাঁচটা সাধারন মানুষের মতোই বাঁচতে চান।
রাজ্যের নারী শিশু সমাজকল্যাণ দফতর একটি রাজ্য সমন্বয় কমিটি গঠন করেছে, যা ট্রান্সজেন্ডারদের সমস্যা নিয়ে কাজ করে। এছাড়া, পুলিশকে নিয়মিতভাবে সংবেদনশীল করতে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।