NewsRecent News

ফুরফুরার জন্য দরাজহস্ত মমতা

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে পীরজাদাদের তরফ থেকে পীরজাদা আবু বাক্কার সিদ্দিকীর নামে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি তুললেন পরিবারের অধিকাংশ সদস্যরাই। রমজান মাস উপলক্ষে ইফতার মজলিসে আজ ফুরফুরা শরীফে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দিয়েছিলেন ফুরফুরা শরীফ দরবারের সমস্ত পীরজাদাদের সঙ্গে। ইফতার মজলিসের আগে পীরজাদা দের সঙ্গে কথা বলে তাদের ক্ষোভ বিক্ষোভের কথা শুনছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে অধিকাংশ পীরজাদারাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেও। একইসঙ্গে পীরজাদের তরফ থেকে আবুবক্কার সিদ্দিকীর নামে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি জানানো হয়।

যদিও এদিন ফুরফুরা শরীফে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিশ্ববিদ্যালয় তৈরি আশ্বাস দেননি। বরং তিনি ঘোষণা করেছেন যেহেতু রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পুণ্যার্থী ফুরফুরা শরীফে আসে তাই এখানে যেন একটি নতুন বাস স্ট্যান্ড করে দেওয়া হয়। একই সঙ্গে, প্রয়াত আবুবক্কার সিদ্দিকীর নামে একটি পলিটেকনিক কলেজ তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই মুহূর্তে ফুরফুরা শরীফে যে ১০০ বেডের হাসপাতাল তৈরি হচ্ছে সেই হাসপাতালটি সম্পূর্ণ হলে তার নামকরণও করা হবে আবু বক্কর সিদ্দিকীর নামে।

এদিন এই ইফতার মজলিসে মুখ্যমন্ত্রী বলেন আমি যখন দুর্গা পূজা করি তখন তো কোন প্রশ্ন তোলা হয় না। যখন কালীপূজো করি তখন তো কেউ প্রশ্ন তোলে না। আমি খ্রিস্টানদের অনুষ্ঠানেও যাই, একইভাবে ঈদের নামাজে উপস্থিত থাকি। তিনি বলেন আমি পাঞ্জাবীদের গুরুদ্বারাতেও যাই, আবার গুজরাটিদের ডান্ডিয়াতেও ভাগ নিই। আবার দোলের অনুষ্ঠানেতেও অংশগ্রহণ করি। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। ধর্ম যার যার নিজের কিন্তু উৎসব সবার।

মুখ্যমন্ত্রী বলেন সম্প্রীতি শান্তি এবং ঐক্য এটাই আমাদের বার্তা।

এদিন মুখ্যমন্ত্রী উপস্থিতিতে পীর সাহেব ইমরান সিদ্দিকী বলেন, রাজ্যের সম্প্রীতির পরিবেশ বজায় থাকার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভূমিকা আছে। একইসঙ্গে তিনি মেনে নেন, গোটা বাংলার পাশাপাশি ফুরফুরাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হয়েছে।

এরপরই পীরজাদা সাফেরি সিদ্দিকী কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাদাসাহেব আবুবক্কার সিদ্দিকীর নামে একটি ইউনিভার্সিটির দাবি জানান। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, বিশ্ববিদ্যালয় নয়, ফুরফুরা শরীফে যে পলিটেকনিক কলেজ তৈরি করার কথা বলা হচ্ছে সেই পলিটেকনিক কলেজ তৈরি হবে আবু বক্কর সিদ্দিকীর নামে।

পরবর্তীতে আরো দুই সদস্য একই দাবী জানিয়েছেন। পীরজাদা দের পরিবারের তরফ থেকে এদিন উন্নয়নের কাজ করার সময় পীর পরিবারের 32 ভাইকে সঙ্গে নিয়েই কাজ করার কথা বলা হয়। একইসঙ্গে তাদের পরিবারের তরফ থেকে আবু বক্কর সিদ্দিকীর জন্ম এবং মৃত্যু দিনটিতে ছুটির দিন ঘোষণা করার দাবী ও জানানো হয়।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *