DISTRICT ORIENTED NEWSNews

টাকি রোডের ধারে মর্মান্তিক দুর্ঘটনা,মারুতি ভ্যান ও বাইকের সংঘর্ষে আহত ৪,স্থানীয়দের অভিযোগ রাস্তার বেহাল দশায় এই দুর্ঘটনা!

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার চার ও ছয় নম্বর ওয়ার্ডের সীমান্ত রেখায় একটি ইকো মারুতি ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, মুখোমুখি সংঘর্ষের জেরে ইকো মারতি ভ্যান্টি উল্টে গিয়ে পুকুরের মধ্যে পড়ে তাতে থাকা পাঁচ জন যাত্রীর তাদের মধ্যে আহত চার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তিন। স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে কাউন্সিলরদের বলে এই রাস্তা সংস্কার হয়নি, যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, পুকুরে গাডোয়াল থাকা সত্ত্বেও সেই গাডোয়াল ভেঙ্গে পুকুরের মধ্যে ধস নেমে যায়, বসিরহাট পৌরসভার কাউন্সিলরদের একাধিকবার বলার পরেও কোন সমস্যা শুরাহ হয়নি,তাই তাদের দাবি যত দ্রুত সম্ভব এই পুকুরের গারোয়াল তৈরি করতে হবে, না হলে এর পরে আরও বড়সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *