ফোন করে শিশু কন্যাকে ধর্ষণের হুমকি যুবকের বিরুদ্ধে,অভিযুক্ত পলাতক
হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর এর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুনরাস পুরের ঘটনা। বছর ২৫ এর অভিযুক্ত যুবকের বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর উত্তরপাড়ায়।অভিযোগ চলতি মাসের ১২ তারিখ রাত্রি সাড়ে দশটা নাগাদ ব্যবসায়ী উজ্জল গাজীর কাছে একটি হোয়াটসঅ্যাপ কল আসে অভিযুক্ত ওই যুবকের,হোয়াটসঅ্যাপ কলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় সেই সাথে সাথে বলা হয় পাঁচ বছরের শিশু কন্যাকে স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দেব! ইতিমধ্যে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুর পরিবার। এবং ওই শিশুর স্কুল এর পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়। যুবক পলাতক,তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।