ডোমকল টাউন কংগ্রেসে সভাপতি পদে রদবদল
মাসুদ রানা,মানুষের মতামত:বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে ডোমকল টাউন কংগ্রেসে নেতৃত্বে রদবদল করল কংগ্রেস।টাউন সভাপতির পদ থেকে সরানো হলো প্রদীপ কুমার চাকিকে। তাঁর বিরুদ্ধে সংগঠনের কাজে সময় না দেওয়া এবং বিভিন্ন অভিযোগ ওঠার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ডোমকলের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও টাউন নেতৃত্ব জহির মন্ডলকে নতুন টাউন সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। জেলার নির্দেশেই এই রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি এবং মহাকুমা সভাপতি।
তবে এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন সভাপতি প্রদীপ কুমার চাকি। তাঁর বক্তব্য, ব্লক অফিসে টাউন সভাপতির ঘোষণার সিদ্ধান্ত অনৈতিক।তিনি দাবি করেছেন,ব্লক এবং টাউন দুটি পদই সমান মর্যাদার, তাই সভাপতির পদে রদবদলের সিদ্ধান্ত জেলা অফিস থেকেই নেওয়া উচিত ছিল।
কংগ্রেস নেতৃত্ব অবশ্য মনে করছে,এই রদবদলের ফলে ডোমকলের সংগঠন আরও শক্তিশালী হবে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে এর ইতিবাচক প্রভাব পড়বে।