NewsPolitics

নিজের গড়ে বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর,তৃণমূলে হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:নিজের গড়েই বড় ধাক্কা খেতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তৃণমূলে যোগ দিচ্ছেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। প্রসঙ্গত এ দিন সকালেও রাজ্য বিধানসভায় এসেছিলেন তিনি। বিধায়ক হিসেবে হাজিরার খাতায় সইও করে গিয়েছেন। তিনিই এবার তৃণমূল ভবনে গিয়ে শাসক দল নাম লেখালেন। যতদূর জানা গিয়েছে জেলা সভানেত্রীর পদ যাওয়ার পরে থেকেই ক্ষুব্ধ ছিলেন তিনি। এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে, কোনো বিধায়ককে জেলা সভাপতি করা হবে না। এরপর এই তাপসী মন্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখানোর সিদ্ধান্ত নেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, গতকাল তিনি কলকাতায় এসে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বকশির সঙ্গে বৈঠক করে গিয়েছেন। তারপর আজ যোগ দিলেন ঘাসফুল শিবিরে। এদিন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক

অরূপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদান তিনি। এদিন তাপসী মন্ডলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন বিজেপির স্টেট কমিটির মেম্বার এবং জেলা কোর কমিটির সদস্য শ্যামল মাইতি।

এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর তাপসী মন্ডল জানিয়েছেন, বাংলায় যেভাবে বিভাজনের রাজনীতি হচ্ছে তা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করতেই বিজেপি ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তিনি। তিনি বলছেন, বিভাজনের রাজনীতির প্রতিবাদ করেছিলেন দলের মধ্যে থেকেই। তারপরেও যখন দেখছেন কাজ হচ্ছে না বাধ্য হয়েই দল ছাড়ছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই তিনি আগামী দিনের হলদিয়ার উন্নয়ন করতে চান।

অন্যদিকে শ্যামল মাইতি জানিয়েছেন, নানা ভাষা নানা মত নানা ধর্মের ভিত্তিতে আমাদের দেশ ভারত বর্ষ। সেই ঐতিহ্য বহন করে বাংলা। কিন্তু আমরা লক্ষ্য করিছি বিজেপির এক লিডার একটা হিংস্র রাজনীতি করার চেষ্টা করছে। এদিন তার বিরোধিতা করেই আজ বিজেপি ছাড়লাম।

এ দিকে এদিন নিজের গড়ের এই বিধায়ককে হারানোর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাপসী মন্ডলের দলবদলের কোন প্রভাব বিজেপির উপর পড়বে না। কোন হিন্দুত্ববাদী মানুষ 26 শে তাকে সমর্থন করবেন না। তিনি এও বলেন, সাধারণ নির্বাচনের এটা ট্রেন্ড মানুষ দল বদলুদের সমর্থন করে না।

প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা তথা তৎকালীন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরেই সিপিএম থেকে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তাপসী মন্ডল। এরপর বিজেপি টিকিট লড়াই করে হলদিয়ার বিধায়ক হয়েছিলেন। এবার তিনি দল বদলে ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন। যতদুর খবর এদিন সকালে এম এল এ হোস্টেল থেকে তাকে তৃণমূল ভবনে নিয়ে যান তৃণমূল নেতা তন্ময় ঘোষ। একই গাড়িতে তারা তৃণমূল ভবনে যান তারা। আর সেই জায়গা থেকে তাপসী মন্ডলের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান একটা বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *