বেলডাঙ্গা পৌরসভার উদ্যোগে অবৈধ নির্মাণ ভাঙ্গা নিয়ে উত্তেজনা
মো:আমিনুল হক,মানুষের মতামত:বেলডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে নির্মিত একটি পাঁচতলা ভবন ভাঙতে গিয়ে উত্তেজনা ছড়ায়।পৌরসভা কর্তৃপক্ষের দাবি,ওই নির্মাণের জন্য তিনতলার অনুমতি থাকলেও ভবন মালিক অনুমতি ছাড়াই পাঁচতলা নির্মাণ করেছেন। একাধিক নোটিশ পাঠানো হলেও তাতে সাড়া না পাওয়ায় আজ পৌরসভা নিজেই ভবনটি ভাঙার উদ্যোগ নেয়।
বিল্ডিং মালিকের অভিযোগ, তাকে মৌখিকভাবে চারতলা নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল,যদিও লিখিত অনুমতি তিনি পাননি। তার দাবি,পৌরসভার নির্দিষ্ট কিছু কর্মকর্তার পরামর্শে কাজ চালিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে, পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে,প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হলেও পাঁচতলার অনুমতি পাওয়া সম্ভব ছিল না, তবুও মালিক বেআইনিভাবে নির্মাণ চালিয়ে যান।
পৌরসভার দল ভবনটি ভাঙতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে কাটমানি নেওয়ার অভিযোগ উঠে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পৌরসভা কর্তৃপক্ষ সাময়িকভাবে ভাঙার কাজ স্থগিত করে এবং মালিককে নিজ দায়িত্বে দুদিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ পৌরসভার কঠোর অবস্থানকে সমর্থন করছেন, আবার অনেকে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশাসন জানিয়েছে,ভবিষ্যতে এ ধরনের অবৈধ নির্মাণ রোধে কড়া নজরদারি চালানো হবে।