NewsRecent News

আমডাঙায় ফের উদ্ধার 23টি তাজা বোমা,এলাকায় চাঞ্চল্য

মো:মনিরুজ্জামান,মানুষের মতামত:আমডাঙায় ফের উদ্ধার 23টি তাজা বোমা, এবার বোদাই পঞ্চায়েতের খুড়ি গাছি গ্রামে বাঁশবাগানে মাটিতে পোঁতা অবস্থায় 11টি তাজা সুতলি বোমা উদ্ধার করে আমডাঙা থানার পুলিশ! একই সঙ্গে পুলিশ ও চন্ডিগড় গ্রাম-পঞ্চায়েতের শশিপুর গ্রামে অভিযান চালিয়ে চাষের জমিতে 12টি তাজা কৌট বোমা উদ্ধার করে!এদিন বোদাই গ্রাম পঞ্চায়েত ও চন্ডিগড় গ্রাম পঞ্চায়েত বোম ডেসপোসাল স্কোয়াডকে সঙ্গে নিয়ে বোমা উদ্ধারে নামে আমডাঙ্গা থানার পুলিশ ব্যবহার করা হয় অত্যাধুনিক মেশিনও।এলাকায় সুতলি বোমা ও সকেট বোমা উদ্ধারে এলাকায় চাঞ্চল্য।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *