NewsPolitics

বিধানসভা নির্বাচনে  লড়বেন দিলীপ ঘোষ?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বঙ্গ বিজেপির ফায়ারব্যান্ড নেতা,প্রাক্তন সাংসদ ও দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ নিজে মেদিনীপুর কেন্দ্রে ২৬ এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী হতে ইচ্ছুক। তাঁর প্রথম চয়েস অবশ্যই মেদিনীপুর যেখান থেকে তিনি ২০১৯ সালে সাংসদ হয়েছিলেন।

২১ এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির ভাল ফল করলেও ক্ষমতা অধরাই থাকে গেরুয়া শিবিরের। এরপর দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে অপসারনের পর সুকান্ত মজুমদার – অমিতাভ চক্রবর্তি কে দলের সাংগঠনিক ক্ষমতায় আনা হয়। দিলীপ ঘোষের অপসারনের পর সাংগঠনিক ভাবে দুর্বল হতে শুরু করে বিজেপি। ২৪ এর লোকসভা নির্বাচনে দলের হাতে থাকা ১৮ আসনের বদলে ৬ টি আসন হারিয়ে তা নেমে আসে ১২ তে। বিজেপি ২১ এর বিধানসভা নির্বাচনের তুলনায় যে সাংগঠনিক ভাবে দুর্বল হচ্ছে তা মেনে নেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এর মধ্যে দওলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব আভ্যন্তরীণ মতভেদের কারনে দল ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে দলের অন্দরে দিলীপ ঘোষ কে রাজ্য সভাপতি করার দাবি উঠলেও আর এস এস তাতে সায় দেয় নি।

এই পরিস্থিতিতে ২৬ এর বিধানসভা নির্বাচনে দলের ভবিষ্যৎ নিয়ে নিয়ে সংশয়ে বঙ্গ বিজেপি নেতা তথা ক্যাডাররা।

প্রাক্তন সাংসদ ও দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ জেলায় জেলায় তাঁর শিবিরের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নতুন করে তাকে দলের দায়িত্ব দিলে তিনি যে তা মেনে নতুন করে উদ্যমে কাজ করতে প্রস্তুত তা জানা গেছে।

প্রাক্তন সাংসদ ও দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আগামী বিধানসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে লড়তে আগ্রহী তা সূত্র মারফত জানা গেছে। সুকান্ত মজুমদারের আমলে দিলীপ অনুগামীদের রাজ্য নেতৃত্ব থেকে সরানো হয়। এখন আবার দিলীপ ঘোষের কাছের মানুষ হিসেবে পরিচিত বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আবার সক্রিয় হয়ে উঠেছেন। রাজু বন্দ্যোপাধ্যায়ও মাঠে নামতে চাইছেন। সব মিলিয়ে দিলীপ ঘোষের কাছের মানুষেরা যথেষ্ট চাঙ্গা বলেই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *