NewsRecent News

আবারো জঙ্গল পথে দ্রুত গতির বলি হতে হলো এক বাইসনকে

সানি রায়,মানুষের মতামত: শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার চাপরা মারি জঙ্গলের বুক চিরে যাওয়া চালশা থেকে নাগরাকাটাগামী ১৭ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,এদিন সকালে চাপরামারি জঙ্গল থেকে বেড়িয়ে একটি বাইসন সম্ভবত রাস্তা পারারার করছিল,সেই সময় ওই পথ দিয়ে দ্রুত গতিতে ছুটে আসা একটি চার চাকার গাড়ী এই বিশালাকার বন্য প্রাণটিকে সজোরে ধাক্কা মারে।

বন্য প্রাণ এবং গাড়ীর সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনটির।

যদিও এই সড়ক পথে রিতিমত সাইন বোর্ড টাঙিয়ে লেখা আছে বন্যপ্রাণ পারাপার করার রাস্তা ধীরে চলুন।

ঘটনার খবর পেয়েই বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে মৃত বাইসন টির দেহ উদ্ধার করে।

ঘটনা প্রসঙ্গে বন বিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার সজল কুমার দে জানান, একটি মারুতি ওমনি গাড়ীর সঙ্গে ধাক্কা লাগে বাইসনের যে কারনে বাইসন টি মারা গিয়েছে,গাড়িটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *