জলপাইগুড়ির গোসারহাট নিউ প্রাথমিক স্কুলের মিড-ডে মিলের রান্নাঘর থেকে শৌচালয়ের বেহাল দশা
সানি রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি বনবিভাগ এর মরাঘাট রেঞ্জ লাগবো গোসাইহাট বনবস্তিতে বনবস্তি মানুষের বাচ্চাদের পড়াশোনার তাগিদে খোলা হয়েছিল গোসাইহাট নিউ প্রাথমিক বিদ্যালয়।২০২৫-এ দাঁড়িয়ে স্কুল যেন এক ভুতুড়ে বাড়ির রূপ নিয়েছেন।বাধ্য হয়ে স্কুল চালাতে হচ্ছে শিক্ষকদের।সদ্য নিযুক্ত প্রধান শিক্ষক,তার গলাতেও একই সুর। তবে তিনি তার দুই সহকর্মীকে সাথে নিয়ে কোনভাবে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৩২জন পড়ুয়াকে নিয়ে স্কুল চালাতে চলেছেন।স্কুলের পড়ুয়াদের পঠন পাঠনের কক্ষ থেকে শুরু করে শৌচ কর্মের শৌচালয় এমনকি মিড ডে মিলে রান্না ঘরের পর্যন্ত বেহাল দশা।পানীয় জলের জন্য বসানো ডিপ কল থেকে বেরোচ্ছে আয়রনযুক্ত জল। বনজঙ্গল লাগোয়া এলাকায় স্কুল হওয়ায় প্রত্যেকদিন হাতির হামলা রয়েছে।
আর হাতির হামলায় মিড-ডে মিলে রান্নাঘর ভেঙ্গে দুমড়ে মোচরে একাকার। ভাঙা ঘরেই চলছে মিড-ডে মিলের রান্না। রাঁধুনীরা বলছেন পাশের বাড়ি থেকে জল আনতে বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।। এদিকে সমস্ত সমস্যার কথা ইতিমধ্যেই বিভিন্ন মহলে মৌখিকভাবে জানিয়েছেন প্রধান শিক্ষক।স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রত্যেকেই গোটা বিষয়টি সম্পর্কে অবগত থেকেও এখনো মেলেনি কোন সুরাহা