প্রত্যন্ত গ্রামে মাঠে-ঘাটে গৃহপালিত পশুর সঙ্গী হয়ে ঘুরে বেড়াচ্ছে হরিণ,বিরল দৃশ্য পাথরপ্রতিমার জি-প্লটে
ইয়ামুদ্দিন সাহাজী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের এক বিরল দৃশ্য এখন চাঞ্চল্য সৃষ্টি করেছে। গৃহপালিত গরু-ছাগলের সঙ্গে মাঠে ঘুরে বেড়াচ্ছে একটি হরিণ! কখনো মানুষের বাড়িতে ঢুকে শাকসবজি খাচ্ছে, কখনো আবার স্থানীয়দের সঙ্গেও মিশে যাচ্ছে অবলীলায়।
প্রায় চার-পাঁচ বছর আগে, নদীর চর সংলগ্ন ম্যানগ্রোভ জঙ্গলে একটি হরিণ শাবকের দেখা মেলে। সময়ের সঙ্গে সেটি বড় হতে থাকে এবং ধীরে ধীরে মানুষের সান্নিধ্যে আসে। বনদপ্তর ও প্রশাসন মাঝেমধ্যে সতর্কবার্তা দিলেও, এলাকাবাসী ভালোবাসা ও যত্নে এই হরিণটিকে বড় করেছে।
এখন এটি পুরো গ্রামবাসীর নয়নের মণি। স্থানীয়রা একে নিজেদের পরিবারের মতোই দেখে, খাওয়ায়, আগলে রাখে। এ যেন প্রকৃতি ও মানবতার এক অনন্য মেলবন্ধন!
বিরল এই দৃশ্য দেখতে এখন দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে পাথরপ্রতিমার জি প্লটে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বন্য প্রাণী তাদের স্বাভাবিক পরিবেশেই নিরাপদ। তাই বনদপ্তরের উচিত হরিণটির নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এটি কোনো বিপদের সম্মুখীন না হয়।