মহিলাদের কু-প্রস্তাব,প্রতিবাদে প্রাক্তন পুলিশ কর্মীর বাড়ী ভাঙচুর স্থানীয় মহিলাদের!
স্নেহাশীষ মুখার্জি,মানুষের মতামত স্থানীয় বিভিন্ন মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন এক পুলিশ কর্মীর বিরুদ্ধে,মারধর পুলিশ কর্মীর ভাইকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য শান্তিপুরের রামনগর চর এলাকায়। সূত্রের খবর, রামনগর চর পুরাতন হালদার পাড়ার বাসিন্দা পেশায় প্রাক্তন পুলিশ কর্মী এক ব্যক্তির বাড়ীতে বৃহস্পতিবার সকালে চড়াও হন স্থানীয় মহিলারা। অভিযোগ,প্রাক্তন ওই পুলিশ কর্মী ও তার ভাই স্থানীয় মানুষ জনকে পুলিশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর পাশাপাশি মহিলাদের উত্যক্ত করা কু-প্রস্তাব দেওয়া ও মহিলাদের সাথে অশালীন আচরণ করে। আর এরই প্রতিবাদে বৃহস্পতিবার লাঠি ঝাটা নিয়ে ওই প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে চড়াও হয় স্থানীয় মহিলারা। তারা বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি প্রাক্তন পুলিশ কর্মীর ভাইকে মারধর করে। পরে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।