Feature NewsNews

বইমেলায় ৫০ কোটি বাণিজ্যের আশায় বিক্রেতা ও প্রকাশকরা

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:২০২৪ সালে কলকাতা আন্তর্জাতিক বই মেলায় প্রায় ২৮ কোটি টাকার বই বিক্রি হয়েছে। যা এখনও পর্য্যন্ত কলকাতা বইমেলার সর্বকালের রেকর্ড। তবে এবারে বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্তাদের আশা যে, বই বাণিজ্য ৫০ কোটিতে চলে যেতে পারে।

৯ ফেব্রুয়ারী কলকাতা আন্তর্জাতিক বই মেলা শেষ হবে। বিশ্বে জার্মানির ফ্রাংকফুট বইমেলার পর দ্বিতীয় বৃহত্তম বই মেলার আসন ধরে রেখে চলেছে কলকাতা বইমেলা।

২০২৪ সালের তুলনায় এবারে যে, বই বিক্রি আরও বাড়বে তা নিয়ে জোর চর্চা চলছে।

এবার কলকাতা বই মেলার ‘থিম কান্ট্রি’ হয়েছে জার্মানি।

অন্যদিকে, বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতার পটপরিবর্তন ও তদারকি সরকারের আমলে চলমান হিংসা-হত্যা-সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ, মন্দির ভাঙচুরের ঘটনা নিয়ে প্রতিবাদ মুখর ভারতবাসী। তাই এবার কলকাতা বই মেলায় ব্রাত্য থেকেছে বাংলাদেশ। যদিও তাতে ব্যথিত কলকাতার বইপ্রেমী-পাঠক ও লেখক সমাজ। কলকাতা বইমেলায় প্রতিবারই বাংলাদেশ প্যাভিলিয়ানে ভিড় উপচে পড়ে। বাংলাদেশের প্রকাশিত নানা বই নিয়ে আগ্রহ রয়েছে এপার বাংলার নাগরিকদের মধ্যে। এবারে বাংলাদেশ ব্রাত্য থাকায় যথেষ্ট হতাশ এপার বাংলার সংস্কৃতিমনস্ক মানুষ। সচেতন লেখক ও পাঠককূল।

কলকাতা বইমেলায় অন্যবারের মত উত্তর-পূর্বের বেশ কিছু প্রকাশক ও পুস্তক বিক্রেতারাও অংশ গ্রহণ করেছেন। ত্রিপুরা, অসমই এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য। তারা প্রতিবারই কলকাতা বইমেলায় অংশ নেয়। এবারও অংশগ্রহণ করেছেন।

কলকাতা বইমেলায় দর্শকদের সুবিধার জন্য শিয়ালদহ-সেক্টর ফাইভ শাখায় কলকাতা মেট্রোরেল পরিষেবা পাওয়া যাচ্ছে। অন্যদিকে, বিধাননগর সেন্ট্রাল পার্কের বই মেলায় যাওয়ার জন্য সরকারি পরিবহন ও বেসরকারি পরিবহন ব্যবস্থা থাকায় সুবিধা হচ্ছে বই প্রেমীদের।

কলকাতা বইমেলায় আর্থিক বাণিজ্য বাড়ার আশায় বসে রয়েছেন পুস্তক বিক্রেতা ও প্রকাশকরা। পর্যবেক্ষকরা মনে করছেন যে এবারের বইমেলায় দর্শক সংখ্যা অতীতের সব রেকর্ডকে ভেঙ্গে দেবে।আর্থিক বাণিজ্যেও চমক দেবে কলকাতা বইমেলা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *